উদ্বোধনের আগেই রাম মন্দিরের নামে দু.র্নীতি

আর কয়েকদিন পরেই রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারির আগে অযোধ্যা ধাম নবরূপে সেজে উঠবে

Must read

আর কয়েকদিন পরেই রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারির আগে অযোধ্যা ধাম নবরূপে সেজে উঠবে। এই নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু ইতিমধ্যেই একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাম মন্দিরের নামে চাঁদা তুলে লাখ লাখ চাকা লুট করে নিচ্ছে এই চক্র। বিশ্ব হিন্দু পরিষদ ভক্তদের যদিও সাবধান করছে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। অযোধ্যায় সেদিন বিশাল আয়োজন করা হয়েছে। ৮ হাজার বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্ব হিন্দু পরিষদের তরফে ভক্তদের বলা হয়েছে, রাম মন্দির নির্মাণের চাঁদা তোলার জন্য লুটেরাদের একটি দল কাজ চালাচ্ছে। অনলাইনে রাম মন্দিরের জন্য চাঁদা চাইছে।

আরও পড়ুন-ফের অ.শান্ত মণিপুর, পুলিশের ওপর জ.ঙ্গি হা.মলা

রাম ভক্তদের একটি মেসেজ এর মাধ্যমে দেওয়া হচ্ছে কিউ আর কোড। রাম মন্দিরের জন্য সেই কোড স্ক্যান করে টাকা দিতে বলা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এই মর্মে জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি ও উত্তর প্রদেশ পুলিশ প্রধানকে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ছাড়া আর কারও রাম মন্দিরের জন্য টাকা তোলার কথা নয়।’ সাধারণ মানুষকে এই নিয়ে সাবধান করা হচ্ছে। তবে মন্দির উদ্বোধনের আগেই এরকম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসায় একটু হলেও অস্বস্তিতে কর্তৃপক্ষ।

Latest article