প্রতিবেদন : ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত (mosquito) রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সমস্ত পুরসভার কাছে সাপ্তাহিক রিপোর্ট তলব করেছে। মশার লার্ভা-দমনে নিয়মিত সাফাই অভিযান ও সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি ১৫ দিন অন্তর পুর আধিকারিকদের বাড়ি বাড়ি সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-পন্টিংয়ের দল আমার কাছে সেরা: সৌরভ
বিশেষ করে গত মরশুমে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি ছিল, সেই সব জায়গায় আরও বেশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্মীয়মাণ বাড়ি ও আবাসনগুলিতে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহে পুরসভাগুলিকে তাদের এই কাজের বিস্তারিত রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠাতে হবে। ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে পুর ও নগরোন্নয়ন দফতর এর আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। সমস্ত পুরসভাকে ওই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।
আরও পড়ুন-ব্রিজভূষণের বাড়ির লোকের বয়ান রেকর্ড
গত বছর ডেঙ্গি-ম্যালেরিয়ার সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে ছিল বাংলা। এবারেও যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন, ভরা গ্রীষ্ম থেকেই কোমর বেঁধেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মে থেকে নভেম্বর পর্যন্ত টানা মশাবাহিত অসুখ নিয়ে প্রচার চালানোর পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষা ও লার্ভা-নিধনের জন্য পরিকল্পিত বাজেটের বাইরে প্রায় সাড়ে আট কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এর মধ্যে রাজ্যে সংক্রমণের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনার জন্য বরাদ্দই সবচেয়ে বেশি— ৬২ লাখ টাকা।