সংবাদদাতা, হাওড়া : বিএসএনএলের পথেই এবার জীবনবিমাকে (LIC) নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। বিমা এজেন্টদের ওপর জোর করে নানান শর্ত চাপিয়ে দিচ্ছে। গ্রাহকদের ওপরও কোপ পড়ছে। ফলে অনেক গ্রাহকই তাঁদের আমানত তুলে নিচ্ছে। চরম সমস্যায় পড়ছেন বিমা এজেন্টরা। কর্তৃপক্ষকে বহুবার বলেও কোনও কাজ না হওয়ায় এবার দেশ জুড়ে ৪ দিনের ‘বিশ্রাম দিবস’ পালন করে কর্মবিরতি শুরু করেছেন জীবনবিমা সংস্থার এজেন্টরা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই বিশ্রাম দিবস। এর জেরে অধিকাংশ বিমা অফিসেই কাজকর্ম ব্যাহত হচ্ছে। সারা দেশে প্রায় ১৪ লক্ষ বিমা এজেন্ট রয়েছেন। তাঁদের অধিকাংশই লাইফ ইনসিওরেন্স এজেণ্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে ‘বিশ্রাম দিবস’ পালন করছেন। সেই সঙ্গে প্রতিটি বিমা অফিসের সামনেই এজেন্টরা লাগাতার ধর্না বিক্ষোভ করছেন। এজেন্টদের অভিযোগ ‘কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের জেরেই গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজেন্টদের ওপরেও কোপ পড়ছে।’ এলআইসির (LIC) ডোমজুড় শাখার এজেন্টদের সংগঠনের সম্পাদক মানবেন্দ্র ঘোষ বলেন ‘এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়া হচ্ছে। গ্রাহকদের ওপর জিএসটি চাপানো হচ্ছে। ব্যাঙ্কে আমানতের ওপর জিএসটি কাটা না হলেও এলআইসি কাটছে। গ্রাহকদের বোনাস কমিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবসা মার খাচ্ছে। অনেকেই মাঝ পথে আমানত তুলে নিচ্ছে। কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের ফলে এলআইসিকেও বিএসএনএলের মতো অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমরা দেশ জুড়ে বিশ্রাম দিবস পালন করছি। এতেও কাজ না হলে আরও বড় আন্দোলন হবে।’