অভিষেককে স্বাগত জানাতে জোর প্রস্তুতি

নবজোয়ার কর্মসূচিতে দুই মেদিনীপুরে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, কাঁথি : নবজোয়ার কর্মসূচিতে দুই মেদিনীপুরে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সূচির কিছুটা পরিবর্তন হয়েছে ২৪ মের পরিবর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় আসবেন রাখবেন ২৭ মে। থাকবেন ৩০ মে পর্যন্ত। আর পূর্ব মেদিনীপুর জেলায় ২৮ মে-র পরিবর্তে দুইদিন পিছিয়ে তিনি আসবেন ৩০ মে। এই কর্মসূচিকে ঘিরে দুই মেদিনীপুর জেলার দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে।

আরও পড়ুন-নতুন উপাচার্য সঞ্চারী

দুই জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রস্তুতি বৈঠক শুরু করে দিয়েছেন জেলা নেতারা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বেলা তিনটের সময় কর্মসূচি দিয়েই এই জেলার নবজোয়ার অভিযান শুরু করবেন তিনি। সেখান থেকে বিকেল পাঁচটায় এগরা পৌঁছবেন। এগরার কুদি থেকে নেগুয়া পর্যন্ত পদযাত্রা করবেন। তারপর রামনগরে আসার পথে পানিপারুল সেতু থেকে রামনগর কলেজ পর্যন্ত পদযাত্রা হবে সন্ধে সাতটায়। এরপর রামনগর কলেজ ময়দানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ১০ জনকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হবে। সেখানে বিভিন্ন শহিদ পরিবার, রামনগর কলেজের প্রতিষ্ঠাতাদের পরিবার-সহ নানা ক্ষেত্রের গুণীজনদের সংবর্ধনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ক্যান্সার চিকিৎসার অগ্রগতিতে টাটার সঙ্গে চুক্তি রাজ্যের

তারপর রাত্রিবাস করবেন রামনগরে। ৩১ তারিখ বেলা ১২টায় ফের যাত্রা শুরু হবে। তাঁর যাওয়ার কথা বেলবনি শহিদ স্মৃতি প্রাঙ্গণে। সেখান থেকে ডুমুরিয়া জগন্নাথ দেবের রথযাত্রা ময়দান ও মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। তারপর পৌঁছবেন তাজপুর। সেখানে কাজি নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করবেন। তাজপুরের বিখ্যাত কাজু শিল্পের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে যাবেন দেশপ্রাণ ব্লকে।

Latest article