সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের কোনও আবেদন ফেরানো চলবে না। রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একথা স্পষ্ট জানিয়ে দিলেন সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। রাজ্যের সমস্ত জেলা সমবায় ব্যাঙ্ক ও স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্তাদের নিয়ে এই ব্যাপারে একটি বৈঠক করেন সমবায়মন্ত্রী। সেখানে সমবায় দফতরের পদস্থ কর্তারাও হাজির ছিলেন।
বৈঠকে সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy) জানান স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়াশোনার জন্য কোনও ছাত্রছাত্রীর আবেদন ফিরিয়ে দেওয়া চলবে না। সমস্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। যে পড়ুয়ার পড়াশোনার জন্য যত টাকা প্রয়োজন তা খতিয়ে দেখে তাকে সেই পরিমাণ ঋণ দেওয়া হবে। এই ব্যাপারে যেন কোনও বেনিয়ম বা এই সুবিধার কোনও অপব্যবহার না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। রাজ্যে স্টেট কো-অপারেটিভ ও জেলা সমবায় ব্যাঙ্কের অধীনে প্রায় ৩০০ শাখা রয়েছে। প্রতিটি শাখা থেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আমরা তাঁর পরিকল্পনাকে বাস্তবায়িত করছি। এর ফলে রাজ্যের বহু পড়ুয়া সহজেই উচ্চশিক্ষা লাভ করতে পারছেন।’’ এরই পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত কীভাবে করা যাবে সেই নিয়ে আলোচনা করতে ফের দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সমবায়মন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্রছাত্রীদের ঋণ দেওয়ার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এই ব্যাপারে নির্দিষ্ট রূপরেখা তৈরি আরও দ্রুততার সঙ্গে কাজ চলছে বলেও সমবায়মন্ত্রী অরূপ রায় এদিন জানান।