শতবর্ষে সত্যজিৎ রায় স্মরণে কলকাতা

Must read

শতবর্ষে সত্যজিৎ রায় স্মরণে অভিনব উদ্যোগ শহরে (Kolkata)। শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ক্যামেরার পিছনে কিংবদন্তি চিত্রপরিচালকের ছবি। উদ্যোক্তা একটি বেসরকারি সংস্থা। তাদের উদ্যোগে সম্প্রতি শুরু হয়েছে ‘ডোনেট এ ওয়াল ’ শীর্ষক ক্যাম্পেন। এই ক্যাম্পেনের মাধ্যমে নিখরচায় এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে কলকাতা (Kolkata) সহ দেশের বিভিন্ন শহরগুলিকে। পেশাদার শিল্পীদের হাতের ছোঁয়ায় এভাবেই সেজে উঠছে শহরের একাধিক দেওয়াল। দক্ষিণ কলকাতার মেট্রো রেল স্টেশনের পাশের দেওয়ালে চলছে সেই রকমই এক কর্মযজ্ঞ। ইউরোপের বিভিন্ন দেশে কিংবদন্তিদের ঘিরে এরকম দেওয়াল শয্যার একাধিক কীর্তি রয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা সেই সব দেওয়াল চিত্র দেখে বিস্মিত হন। এরকমভাবেই বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের জন্মের শতবর্ষে শ্রদ্ধা জানাচ্ছে মহানগরী। কৃতী এই মানুষটির দেওয়াল চিত্র আগামী দিনে দেশের বিভিন্ন মেগাসিটিতেও তৈরি করা হবে।

Latest article