প্রকল্পের সুযোগ দিন মানুষকে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়ায় দুয়ারের সরকার (Duare Sarkar) কর্মসূচি তদারকি করতে গেলেন রাজ্যের আদিবাসী বিকাশ দফতরের সচিব কানোয়ালজিৎ সিং চিমা, বিডিও সুরজিৎ পণ্ডিত ও পঞ্চায়েত সভাপতি কাজল পোড়েল শনিবার। মূলত খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে ওঁরা খোঁজ নেন। কেন এখনও খাদ্যসাথী প্রকল্পে রেশনের আওতার বাইরে বহু মানুষ আছেন, শিবিরে উপস্থিত আধিকারিকদের কাছে জানতে চান প্রিন্সিপাল সচিব। বলেন, যাঁদের কার্ড হয়নি, এটা তাঁদের দায়িত্ব নয়, এটা যাঁরা খাদ্যসাথী কার্ড করার দায়িত্বে তাঁদেরই দেখা দরকার। এরপর কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশও দেন সচিব। জানান, পুরো ব্যাপারটি ঘুরে দেখে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর গোচরে আনবেন। পাশাপাশি এদিন পখন্নাতেও দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির ঘুরে দেখে এই বিশেষ দলটি।

Latest article