দুয়ারে সরকার শিবিরে পড়ুয়ারা

বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে স্কুলের ছাত্রীদের দুয়ারে সরকার শিবিরে নিয়ে গিয়ে কীভাবে কাজ হচ্ছে তা দেখানো হল

Must read

সংবাদদাতা, হাওড়া : বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে স্কুলের ছাত্রীদের দুয়ারে সরকার শিবিরে নিয়ে গিয়ে কীভাবে কাজ হচ্ছে তা দেখানো হল। বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীদের দুয়ারে সরকার শিবিরে নিয়ে যান বিধায়ক। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির আওতায় কীভাবে মানুষ অন্তর্ভুক্ত হচ্ছেন তা তাদের দেখানো হয়। বিধায়কের সঙ্গে পুরো শিবির ঘুরে দেখেন ১৩ থেকে ১৮ বছর বয়সি ওই ছাত্রীরা।

আরও পড়ুন-দেশের লজ্জা আট বছর

ছিলেন স্কুলের শিক্ষিকা ও কন্যাশ্রী প্রকল্পের জেলার আধিকারিকরা। এরই সঙ্গে শিবিরে আসা উপভোক্তাদের ফর্ম ফিলআপ সহ বিভিন্ন সহায়তার জন্যেও ওই ছাত্রীদের কাজে লাগানো হয়। তাদের নিয়ে ‘হেল্প ডেস্ক’ও খোলা হয়। ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ সহ কীভাবে তারা আবেদন করেছিল সেই সমস্ত অভিজ্ঞতার কথাও শিবিরে আসা মানুষদের সামনে তুলে ধরে ওই স্কুলছাত্রীরা। বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি কীভাবে রূপায়িত হচ্ছে তা খুদে পড়ুয়াদের সামনে থেকে দেখানোর উদ্দেশ্যে তাদের নিয়ে দুয়ারে সরকার শিবিরে ‘এক্সপোজার ভিজিট’ করানো হল। তারা স্বচক্ষে দেখল কীরকম সুষ্ঠুভাবে প্রতিটি প্রকল্পের কাজ হয়।

Latest article