আরেক সমবায় থেকে সরানো হল শুভেন্দুকে

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : নিজের গড়েই ক্রমশ জনবিচ্ছিন্ন এবং গুরুত্বহীন হয়ে পড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের পর আরও একটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হল তাঁকে। এবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক।

আরও পড়ুন :বন্যাত্রাণের টাকা লুঠ, গ্রেফতার এক

ব্যাঙ্কের পরিচালন বোর্ডের ১৪ সদস্যের সহমতের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে এই পদ থেকে সরানো হয়। ব্যাঙ্ক সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ব্যাঙ্কে আসছিলেন না শুভেন্দু। স্বাভাবিক পরিষেবায় নানা অসুবিধা দেখা দিচ্ছিল। তাই ৭ সেপ্টেম্বর মোট সদস্যের তিনভাগের একভাগ শুভেন্দুকে সরাতে অনাস্থা প্রস্তাব জমা দেন ব্যাঙ্ক সচিবের কাছে। সচিব বিজ্ঞপ্তি জারি করেন। ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাকি সদস্যদের নিয়ে তলবি সভাও ডাকেন। সেই সভায় উপস্থিত হওয়ার জন্য শুভেন্দুকেও চিঠি পাঠানো হয়েছিল। বেলা ১১টায় সভা শুরু হওয়ার কথা ছিল। শুভেন্দুর জন্য আরও আধ ঘণ্টা অপেক্ষা করা হয়। তিনি আসেননি। এরপরই অনাস্থা ভোট হয়। সচিব নির্দিষ্ট রেজলিউশন পাঠিয়েছেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তাদের কাছে।

Latest article