সংবাদদাতা, কাটোয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলছ হাতেনাতে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফি-বছর বাড়ছে ছাত্রীর সংখ্যা। এবার পূর্ব বর্ধমানে মোট পরীক্ষার্থী ৪০,১৪৭। এর মধ্যে ছাত্র ১৬,৬৩৬ ও ছাত্রী ২৩,৫১১। একই ছবি পশ্চিম বর্ধমানেও। সেখানে মোট পরীক্ষার্থী ২৮,১৪৪ জনের মধ্যে ছাত্র ১২,০১২, ছাত্রী ১৬,১৭২ জন। এই প্রসঙ্গে কাটোয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বীথিকা মুখোপাধ্যায়ের মত, ‘মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের সাফল্যই এর কারণ।’
আরও পড়ুন-ভাঙড়ে মৌন প্রতিবাদ মিছিল তৃণমূলের
নাদনঘাট রামপুরিয়া হাইস্কুলের ‘শিক্ষারত্ন’প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরির মূল্যায়ন, ‘কন্যাশ্রীছাত্রীদের আর্থিক নিরাপত্তা দিয়েছে। দরিদ্র পরিবারের অভিভাবকদেরও আর মেয়ের বিয়ের জন্য অর্থের চিন্তা করতে হয় না। কারণ রূপশ্রী প্রকল্প রয়েছে। এই কারণেই ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে।’ মন্ত্রীর স্বপন দেবনাথের কথায়, ‘মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য এত জনমুখী প্রকল্প করেছেন যে মানুষকে আর খাওয়া-পরা বা রোজগারের চিন্তা করতে হয় না। দরিদ্র পরিবারগুলিও এখন জানেন, কন্যাসন্তান জন্ম আশীর্বাদ। কারণ নানা প্রকল্পের মাধ্যমে তাদের লেখাপড়া, বিয়ে, স্বনির্ভরতার বন্দোবস্ত করেছেন তিনি।’
আরও পড়ুন-ইডির সমন এড়ালেন কবিতা, তেজস্বীকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ হাইকোর্টের
তিনি জানান, ‘কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা জানাতে ‘সুকন্যা’ নামে একটি সিনেমা তৈরি হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সাংসদ শান্তনু সেন, খরাজ মুখোপাধ্যায়দের সঙ্গে আমিও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করছি। ১৬-১৮ মার্চ পূর্বস্থলী দক্ষিণের বিভিন্ন এলাকায় শুটিং হবে।’ বৃহস্পতিবার মন্ত্রী নিজের এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি মহিলা অভিভাবকদের বোঝান, নারীশক্তির জাগরণে মুখ্যমন্ত্রী কী কী কাজ করেছেন।