নয়াদিল্লি : গারো এবং খাসি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার লোকসভার জিরো আওয়ারে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব ভারতের বিষয়ে বলার সময় তিনি বলেন, গারো এবং খাসি এই দুটি ভাষা উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকার জনজাতিদের ব্যবহৃত ভাষা। খাসি ভাষা মূলত মেঘালয়ের এবং গারো ভাষা ব্যবহার করা হয় মেঘালয়, অসমের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়।
আরও পড়ুন-দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮, মৃত ১
সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে বলেন, ২০১১ এর জনগণনা অনুযায়ী উত্তর-পূর্ব ভারতে ১৩ লাখের মধ্যে প্রায় ৪৬.৫ শতাংশ লোক খাসি ভাষা ব্যবহার করে এবং ৯ লাখের মধ্যে ৩১.৫ শতাংশ লোক গারো ভাষা ব্যবহার করে। সুতরাং এই দুটি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বর্তমানে অষ্টম তফসিলে রয়েছে ২২টি ভাষা। সংবিধানের অষ্টম তফসিলে গারো-খাসি ভাষার অন্তর্ভুক্তির দাবিতে এর আগে সংসদ চত্বরেও ধরনা, অবস্থান চালায় তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই দাবিতে সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা।