ভাষা অন্তর্ভুক্তির দাবি তুললেন সুদীপ

খাসি ভাষা মূলত মেঘালয়ের এবং গারো ভাষা ব্যবহার করা হয় মেঘালয়, অসমের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়।

Must read

নয়াদিল্লি : গারো এবং খাসি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার লোকসভার জিরো আওয়ারে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব ভারতের বিষয়ে বলার সময় তিনি বলেন, গারো এবং খাসি এই দুটি ভাষা উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকার জনজাতিদের ব্যবহৃত ভাষা। খাসি ভাষা মূলত মেঘালয়ের এবং গারো ভাষা ব্যবহার করা হয় মেঘালয়, অসমের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়।

আরও পড়ুন-দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮, মৃত ১

সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে বলেন, ২০১১ এর জনগণনা অনুযায়ী উত্তর-পূর্ব ভারতে ১৩ লাখের মধ্যে প্রায় ৪৬.৫ শতাংশ লোক খাসি ভাষা ব্যবহার করে এবং ৯ লাখের মধ্যে ৩১.৫ শতাংশ লোক গারো ভাষা ব্যবহার করে। সুতরাং এই দুটি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বর্তমানে অষ্টম তফসিলে রয়েছে ২২টি ভাষা। সংবিধানের অষ্টম তফসিলে গারো-খাসি ভাষার অন্তর্ভুক্তির দাবিতে এর আগে সংসদ চত্বরেও ধরনা, অবস্থান চালায় তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই দাবিতে সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা।

Latest article