প্রতিবদেন : অফিস্টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার জেরে বন্ধ হয়ে গেল মেট্রো-চলাচল। যার জেরে বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রীরা। গিরিশ পার্কের কাছে এক মেট্রোযাত্রী আত্মহত্যার চেষ্টা করার জন্যই দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। এর জেরে সকাল ১০টার কিছু আগে মেট্রোরেলের তরফে ঘোষণা করা হয়, অনির্দিষ্ট কালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো-চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন-পুজোয় আসছে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে ৮টি গান
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে গিরিশ পার্কের কাছে এক মেট্রো-যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ওই যাত্রী একটি মেট্রো রেলের প্রথম কামরায় সফর করছিলেন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের ডাউনলাইনে আচমকাই তিনি ঝাঁপ দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পাওয়ার ব্লক। যদিও শেষমেশ ওই যাত্রীকে উদ্ধার করে তাঁকে বাঁচানো গিয়েছে। তবে, এই ঘটনার পরই বন্ধ হয়ে যায় টালিগঞ্জগামী মেট্রো রেল-চলাচল। ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হন অফিসযাত্রীরা। তবে মেট্রো সূত্রে খবর, আধ ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিকও হয়ে যায়। সকাল ৯-৫৫-এ বন্ধ হওয়ার পর আবার ১০টা বেজে ২০ মিনিটেই স্বাভাবিক হয়ে যায় টালিগঞ্জগামী মেট্রো-চলাচল।