প্রতিবেদন : নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গ্রামবাসীদের সাফ কথা, রাস্তা চাই, পানীয় জল চাই। ঘটনার প্রতিক্রিয়ায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের ৫ নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম-কে দত্তক নেন।
বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী ও দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার-কে নিয়ে চকরাম গ্রামে পৌঁছন। সেখানে পৌঁছনোর পর গ্রামবাসীরা সুকান্ত মজুমদারের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, সাংসদ তাঁদের গ্রামকে দত্তক নেওয়ার পরও উন্নয়ন হয়নি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে পানীয় জলের ট্যাপ পৌঁছলেও সেই ট্যাপ দিয়ে পানের অযোগ্য জল পড়ে। এও অভিযোগ, গ্রামের রাস্তা ২০০৬ সালে নির্মিত হলেও বর্তমানে সেই জীর্ণদশার রাস্তা চলাচলের অযোগ্য। যা নিয়ে তিতিবিরক্ত গ্রামবাসীদের ক্ষোভের পারদ দীর্ঘদিন ধরে বাড়ছিল চড়চড়িয়ে। সাংসদকে সামনে পেয়ে গ্রামবাসীদের সেই ক্ষোভের কার্যত বিস্ফোরণ ঘটে এদিন।
আরও পড়ুন: বন্ধ চা-বাগান খোলার ঘোষণা অভিষেকের, খুশি শ্রমিকরা
সাংসদের সামনে গ্রামবাসীদের ক্ষোভ উগরে দেওয়া প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, শুধু দত্তক নেওয়া গ্রাম নয়, সব জায়গায় গেলেই শুনতে পাবেন ৫ বছরে সুকান্ত মজুমদারকে দেখা যায়নি। অর্পিতা ঘোষ এও বলেন, মানুষ তাকে এবার যোগ্য জবাব দেবেন।