নিয়ম অনুযায়ী বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে (Advisory Committee) স্থানীয় সাংসদকে রাখা হয়। সেই নিয়ম মেনে দমদম বিমানবন্দরের (Airport) কমিটিতে আছেন স্থানীয় তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু সেই সঙ্গে এবার নেতাজি সুভাষ বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। এই অবস্থায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Ray) বিজেপিকে নিশানা করেন।
আরও পড়ুন-ব্রিটিশ থেকে মোদি বাঙালিকে অপমান করা চলছে
তিনি বলেন, সর্বগ্রাসী ক্ষমতার লোভে সব জায়গায় দখল করতে চাইছে বিজেপি (BJP)।
সম্প্রতি অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নির্দেশে কলকাতা এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটিতে (AAC) তে স্থান পেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, স্থানীয় সাংসদ থাকা সত্ত্বেও হঠাৎ করে গ্রাম থেকে দুজনকে নিয়ে এসে কমিটিতে বসানো হয়েছে। আসলে সর্বগ্রাসী ক্ষমতা চায় বিজেপি। বিরোধীশূন্য ভারত গড়ার লক্ষ্যেই এই সব করছে গেরুয়া শিবির। এর আগে শিয়ালদহে মেট্রো স্টেশন উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে। সেই প্রসঙ্গ তুলেই তৃণমূল সাংসদ বলেন, সব ক্ষমতা দখল করতে চায় কেন্দ্র। বিরোধীমুক্ত ভারতের এজেন্ডা চাপানোর চেষ্টা করেছে বিজেপি।
আরও পড়ুন-পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের
বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও যাত্রী পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এই কমিটিতে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের মনোনীত দুই সদস্য শুভেন্দু ও সুকান্ত। সিভিল এভিয়েশন দফতরের ডেপুটি সেক্রেটারি নরেন্দ্র সিং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টরকেও জানানো হয়েছে।