তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণের তুলনায় উত্তরে রয়েছে স্বস্তি। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) ১৫ দিনের এগিয়ে আনা হল। ২ মে থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার, নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের মধ্যেই মমতা বলেন, “ছোটদের স্কুল থেকে ফিরতে খুবই কষ্ট হচ্ছে। সেই কারণে আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।“ ১৫ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলতে বলেন মমতা।
আরও পড়ুন: ২১ থেকে ৩১ মে পর্যন্ত দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই পরিস্থিতিতে স্কুলের গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনা হবে কি না সে বিষয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার, বিকাশ ভবনে প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বুধবার, মুখ্যমন্ত্রী জানালেন, ২ মে থেকেই রাজ্যের শিক্ষা প্রতিনষ্ঠানগুলিতে গরমের ছুটি পড়ে যাক সেটাই তিনি চান। এবিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলতে বলেন মমতা (Mamata Banerjee)।