সংবাদদাতা, মধ্যমগ্রাম : সুন্দরবন এলাকার মানুষের কষ্ট হচ্ছে। ওদের অতদূর থেকে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে আসতে কষ্ট হয়। তাই বসিরহাট মহকুমাকে সুন্দরবন জেলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে মধ্যমগ্রামে নজরুল মঞ্চে প্রশাসনিক বৈঠকে এসে সেই নির্দেশই দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বসিরহাট জেলা সদর হাসপাতালে উন্নয়নের জন্য এবং টাকি রোড় সংস্কারের জন্যও সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন। ইতিমধ্যে বসিরহাটবাসীর সুবিধার্থে বসিরহাট মহকুমাকে বসিরহাট স্বাস্থ্যজেলা ও বসিরহাট পুলিশ জেলা হিসেবে পৃথক করা হয়েছে। এবং বসিরহাটকে প্রশাসনিক জেলা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী আগের প্রশাসনিক সভায় বিষয়টি উল্লেখও করেছিলেন। অবশেষে এদিন তিনি বসিরহাটকে সুন্দরবন জেলা করার নির্দেশ দিলেন। জেলাশাসক ছাড়াও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন সুন্দরবন জেলার জন্য মানচিত্র করার নির্দেশ দেন। সেক্ষেত্রে বসিরহাট মহকুমার সাতটি বিধানসভা, বসিরহাট উত্তর ও দক্ষিণ, হাড়োয়া, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া এবং সন্দেশখালি নিয়ে নতুন এই জেলা গঠন হবে। নতুন জেলার খবরে খুশির জোয়ার।