নয়াদিল্লি : মরশুমে কঠিন ফুটবল সূচির মধ্যে ক্লাব ও দেশ টানাপোড়েনের মধ্যে শেষ পর্যন্ত দ্বিতীয় সারির ভারতীয় দলই এশিয়ান গেমসে অংশ নেবে। তবে সুনীল ছেত্রীকে শেষ পর্যন্ত ছাড়ছে বেঙ্গালুরু এফসি। সুনীলের অধিনায়কত্বেই চিনের হাংঝাউয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতীয় ফুটবল দল। কেরিয়ারে আর এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবেন না সুনীল। তাই ভারত অধিনায়ক বেঙ্গালুরু কোচ এবং কর্তাদের বুঝিয়ে এশিয়াডে খেলার সম্মতি আদায় করে নিয়েছেন।
বুধবার সুনীলের নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। সুনীল ছাড়া দলে আর কোনও সিনিয়র ফুটবলার নেই। মোহনবাগানের একমাত্র ফুটবলার হিসেবে সুমিত রাঠি রয়েছেন। দলে ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার নেই। একমাত্র বাঙালি হিসেবে রয়েছেন চেন্নাইয়িন এফসি-র রহিম আলি। রাহুল কেপি, নরেন্দ্র গেহলেট, অমরজিত সিং কিয়ামরা রয়েছেন। কোচ হিসেবে সম্ভবত যাবেন না ইগর স্টিমাচ। ক্লিফোর্ড মিরান্ডা দল নিয়ে যেতে পারেন বলে খবর।