প্রস্তুতি ছাড়াই চিনে কাল হয়তো নেই সুনীল

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দলে বদল হলেও ফেডারেশনের উদ্যোগে সব ফুটবলারেরই ই-অ্যাক্রেডিটেশন পাওয়া গিয়েছে

Must read

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : শেষ মুহূর্তে এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দলে বদল হলেও ফেডারেশনের উদ্যোগে সব ফুটবলারেরই ই-অ্যাক্রেডিটেশন পাওয়া গিয়েছে। ফলে রবিবার রাতের বিমানে হংকং হয়ে চিনের হাংঝাউ রওনা হয়ে যান সুনীল ছেত্রীরা। গেলেন কোচ ইগর স্টিমাচও। তবে কোনও প্রস্তুতি ছাড়াই মঙ্গলবার চিনের বিরুদ্ধে এশিয়াডে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। কারণ, সুনীলরা দীর্ঘ বিমানযাত্রা করে হাংঝাউ পৌঁছবেন সোমবার বিকেলে। মঙ্গলবার ম্যাচ। ফলে একটিও ট্রেনিং সেশন না করেই চিন চ্যালেঞ্জ সামলাতে হবে।

আরও পড়ুন-পূর্বস্থলীতে নজরকাড়া সমাবেশ লোকশিল্পীদের জেলা সম্মেলনে

তবে ভারত ছাড়ার আগে রবিবার দুপুরে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলেন কোচ স্টিমাচ জানিয়ে দিলেন, প্রস্তুতি ও ম্যাচের মধ্যে না থাকায় মঙ্গলবার চিনের বিরুদ্ধে সুনীলকে হয়তো খেলাবেন না। বিশ্রাম দিতে পারেন সন্দেশকেও। স্টিমাচ বললেন, ‘‘সুনীল এবং সন্দেশ প্রথম ম্যাচ না খেললে অবাক হবেন না। চিন ম্যাচের জন্য আমি ওদের ভাবছি না। সুনীল বিশেষ করে অনেকদিন ম্যাচের মধ্যে নেই। কোনও প্রস্তুতি হয়নি। চিন ম্যাচে নিজেদের পূর্ণ শক্তিক্ষয় করতে চাই না। আমি বাংলাদেশ, মায়ানমার ম্যাচ নিয়ে ভাবছি।’’

Latest article