বাবুঘাটের আদলে গঙ্গা আরতি মহানন্দায়

কলকাতার বাবুঘাটের মতোই এবার গঙ্গারতি হবে শিলিগুড়ির মহানন্দা ঘাটে। পুরসভার উদ্যোগ। দুর্গাপুজোর মধ্যেই আরতি শুরু হবে

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : কলকাতার বাবুঘাটের মতোই এবার গঙ্গারতি হবে শিলিগুড়ির মহানন্দা ঘাটে। পুরসভার উদ্যোগ। দুর্গাপুজোর মধ্যেই আরতি শুরু হবে। পুজো নিয়ে এক প্রস্তুতি বৈঠকে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।

আরও পড়ুন-প্রস্তুতি ছাড়াই চিনে কাল হয়তো নেই সুনীল

ইতিমধ্যেই পুরসভা প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেও জানান তিনি। মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি শুরু করবেন। পর্যটক এবং শহরবাসীকে উপহার দিতেই তিনি গঙ্গা আরতি শুরু করেন। সেইমতোই শিলিগুড়ি পুরসভাও পর্যটকদের কথা মাথায় রেখে গঙ্গা আরতির সিদ্ধান্ত নিয়েছে। মহানন্দা ঘাটের পাশেই অবস্থিত শিলিগুড়ির কুমোরটুলি। পুরসভা থেকে কুমোরটুলিকেও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুজোর সময় মহানন্দা ঘাটের আরতির উদ্বোধন হবে। তারপর থেকেই সারা বছর সপ্তাহে দু’দিন করে মহানন্দার ঘাটে আরতি হবে।

আরও পড়ুন-পূর্বস্থলীতে নজরকাড়া সমাবেশ লোকশিল্পীদের জেলা সম্মেলনে

শহরের সাধারণ মানুষ থেকে পর্যটকরা সন্ধ্যা আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য মহানন্দা নদীর ঘাট সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন মেয়র গৌতম দেব।

Latest article