ফের আলিপুরদুয়ার-কলকাতা রুটে এনবিএসটিসি

উল্লেখ্য, দিনকয়েক আগেই এনবিএসটিসির অস্থায়ী কর্মীদের পুজোর আগেই বেতন বৃদ্ধি হচ্ছে বলে ঘোষণা করেছে পরিবহণ দফতর।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: পুজোর আগেই ফের চালু হচ্ছে আলিপুরদুয়ার- কলকাতা এনবিএসটিসি বাস পরিষেবা। এই কারণে অন্য ডিপোর উদ্বৃত্ত তিনটি বাস খুব শীঘ্রই আসছে আলিপুরদুয়ার ডিপোতে। জুলাই মাসে আলিপুরদুয়ার কলকাতা রুটে নিগমের বাস পরিষেবা আচমকাই বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে নিগমের তরফে পরিকাঠামাগত সমস্যার কথা বলা হয়েছিল সে সময়।

আরও পড়ুন-বাবুঘাটের আদলে গঙ্গা আরতি মহানন্দায়

পাশাপাশি সেসময় একথাও জানিয়ে দেওয়া হয়েছিল যে, পুজোর আগেই পরিষেবা পুনরায় চালু করে দেওয়া হবে। এই বাস চালু হলে আলিপুরদুয়ারের ব্যবসায়ী ও এখানে বেড়াতে আসা পর্যটকদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন নিগম কর্তৃপক্ষ। কারণ পুজোর মরশুমে আলিপুরদুয়ার জেলার সব ধরনের ব্যবসায়ীরা কলকাতা যান পণ্য আনতে, অনেক সময় ট্রেনের কনফার্ম টিকিট তাঁরা পান না, তখন এই বাস পরিষেবাই তাঁদের কাছে বিকল্প পথ হয়ে দাঁড়ায়। এছাড়াও তিনমাস বন্ধ থাকার পর সম্প্রতি ডুয়ার্সের জঙ্গলের দরজা খুলে গেছে পর্যটকদের জন্য, যাঁরা ডুয়ার্স ভ্রমণ করার প্ল্যান করেও ট্রেনের টিকিটের জন্য ট্যুর বাতিল করার চিন্তা করছিলেন, তাঁদের কাছে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস পরিষেবা। এ প্রসঙ্গে বারোবিশার বস্ত্র ব্যবসায়ী সুব্রত পাল বলেন, পুজোর আগে ট্রেনের টিকিট পেতে খুব ঝামেলা পোহাতে হয়, তাই নিগমের বাস চালু হলে আমরা কলকাতা গিয়ে মার্কেট করে দ্রুত মাল নিয়ে চলেও আসতে পারব।

আরও পড়ুন-প্রস্তুতি ছাড়াই চিনে কাল হয়তো নেই সুনীল

উল্লেখ্য, দিনকয়েক আগেই এনবিএসটিসির অস্থায়ী কর্মীদের পুজোর আগেই বেতন বৃদ্ধি হচ্ছে বলে ঘোষণা করেছে পরিবহণ দফতর। এরপর ফের আরও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত দফতরের। ফের বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের আলিপুরদুয়ার থেকে কলকাতা বাস পরিষেবা চালু হওয়ার খবরে খুশি বাসিন্দারাও। ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। পরিষেবার অপেক্ষায় রয়েছেন আলিপুরদুয়ার এবং কলকাতার বাসিন্দারা।

Latest article