নয়াদিল্লি, ৩ মার্চ : আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। শুক্রবার মোহালিতে ১০০ টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। ঐতিহাসিক মুহূর্তের আগে বিরাটের প্রথম টেস্ট ম্যাচের স্মৃতিচারণ করলেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ভারতীয় ওপেনার জানিয়েছেন, অভিষেক টেস্টেই দিল্লির তরুণের সাহসী শরীরী ভাষা তাঁর মন জয় করে নিয়েছিল।
আরও পড়ুন-মোহালিতে আজ বিরাট-ম্যাচ, শুভেচ্ছার ঢল
২০১১ সালের ২০ জুন। জামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল বিরাটের। ভারত এই টেস্ট ৬৩ রানে জিতলেও, দু’ইনিংসেই (৪ ও ১৫) ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু যতক্ষণ ২২ গজে ছিলেন, বিরাটের শরীরী ভাষা ছিল সাহসী এবং ইতিবাচক। সানির স্মৃতিচারণ, ‘‘অভিষেক টেস্টেই ওর ভয়ডরহীন মানসিকতা আমাকে চমকে দিয়েছিল। মনে আছে, ক্যারিবিয়ান ফাস্ট বোলার ফিদেল এডোয়ার্ডস ওকে পরপর বাউন্সার দিচ্ছিল। কিন্তু বিরাট নীচু হয়ে সহজেই সেগুলো সামলে নিচ্ছিল।’’
আরও পড়ুন-একশো টেস্ট খেলব, কখনও ভাবিনি: বিরাট
গাভাসকর আরও বলেন, ‘‘একবার এডোয়ার্ডস ওর দিকে কড়া চোখে তাকালে, হেলমেটের ফাঁক দিয়েই চুম্বন ছুড়ে দিয়েছিল! মনে রাখতে হবে, সেই সময় এডোয়ার্ডস বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার ছিল। ১৪৫ কিমি গতিতে বোলিং করত।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘জীবনের প্রথম টেস্ট খেলতে নামা একজন তরুণের নিজের প্রতি আস্থা এবং সাহসী মনোভাব দেখে মুগ্ধ হয়েছিলাম। এক কথায় অসাধারণ শরীরী ভাষা। তার পর থেকে বিরাটের কেরিয়ার গ্রাফ শুধুই সামনে দিকে এগিয়েছে। আজ ও ১০০ টেস্ট খেলতে চলেছে। এক কথায় অসাধারণ একটা সফর।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…