প্রতিবেদন : নিম্নচাপের রেশ কাটতে না কাটতে আবারও নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। এবারও সেই বঙ্গোপসাগর। হাওয়া অফিস সূত্রের খবর, এই নিম্নচাপের জেরে কালীপুজো, ভাইফোঁটার সময় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই নিম্নচাপের সঙ্গে বৃষ্টি ছাড়াও প্রবল গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। যা সুপারসাইক্লোন আমফানের মতো চেহারা নেবে।
আরও পড়ুন-বিজেপিতে যোগ না দেওয়ায় বোর্ড সভাপতি পদ খোয়াচ্ছেন সৌরভ! প্রতিহিংসার রাজনীতি গেরুয়া বাহিনীর
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন এমনটাই। তিনি জানিয়েছেন, ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর ১৮ অক্টোবরের মধ্যে তা তীব্রতর হতে পারে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দিন তিনেক আগে পূর্বাভাসে বলা হয়েছিল সম্ভাব্য ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে পারে। যদিও মৌসমভবনের তরফে এখনও কিছু জানানো হয়নি।