প্রতিবেদন : আজ রবিবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করছে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দো ছুটি কাটিয়ে শুক্রবারই শহরে চলে এসেছেন। ভারতীয় এবং বিদেশি ফুটবলাররাও একে একে কলকাতায় পৌঁছে গিয়েছেন। রবিবার বিকেল পাঁচটায় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে দল।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার
দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোসরা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ছুটি কাটাতে গেলেও কলকাতাতেই প্র্যাকটিস করছিলেন তিরি ও জনি কাউকো। কাউকো এখনও ফিট না হলেও তিরিকে সুপার কাপে খেলানো হবে কি না, কোচ জুয়ান ঠিক করবেন। কোঝিকোড়ে সব ম্যাচ দিমিত্রিদের। ১০ এপ্রিল কোয়ালিফায়ার টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। ১৪ এপ্রিল জামশেদপুর এবং ১৮ এপ্রিল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে জুয়ানের দল।