মিরজাফরকে জবাব দেবে কাঁথি

Must read

সংবাদদাতা, কাঁথি : “২১-০ ফলাফলে জিতে কাঁথির মিরজাফরকে যোগ্য জবাব দিয়ে পুরসভার উন্নয়নের ধারা বজায় রাখতে চাই”— জীবনে প্রথমবার কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমা করতে যাওয়ার পথে মানুষের উচ্ছাস ও আশীর্বাদে আপ্লুত, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি (Suprakash Giri) বুধবার এই মন্তব্য করেন। এভাবে মনোনয়নের দিনই অধিকারীদের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পুত্র সুপ্রকাশ (Suprakash Giri)। এবার কাঁথি পুরভোটের নির্বাচনী ময়দানে অধিকারীদের নাম নেই। তবে এদিনই অধিকারীদের হুঁশিয়ারি দিয়ে সুপ্রকাশ জানান, “আগে দুর্নীতি ও তদন্ত সামলাও, তারপর তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সামলাবে।” কারণ ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময়কার (২০১৭–১৯) একাধিক উন্নয়নমূলক কাজের তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিরোধী দলনেতা যখন রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন সেই সময়, কাঁথি পুর এলাকায় হাই মাস্ট লাইটের জন্য অর্থ বরাদ্দ করেছিল পরিবহণ দফতর। কিন্তু বাস্তবে টেন্ডার অনুযায়ী লাইন লাগানো হয়নি।

আরও পড়ুন-তৃণমূলকে সমর্থন করল শিলিগুড়ির মতুয়ারা

Latest article