প্রতিবেদন: ইডির আইনি ক্ষমতাকে (ED Powers) চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা দায়ের হয়েছিল বৃহস্পতিবার তাতে নতুন মাত্রা যোগ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এমভি রামানার নেতৃত্বাধীন এক বেঞ্চ এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আইনি অধিকারের সীমা খতিয়ে দেখতে রাজি হয়েছে।
দেশের নানা প্রান্তে বেআইনি লেনদেনের অভিযোগ নিয়ে ইডি তদন্ত চালাছে। জুলাই মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তে তল্লাশি চালানো, বাজেয়াপ্ত করা গ্রেফতারির ক্ষেত্রে ইডির ক্ষমতা বহাল থাকবে। শুধু তাই নয়, গ্রেফতারির ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্তকে এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট বা ইসিআইআর দেখাতে বাধ্য নয় ইডি। শীর্ষ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিরোধীরা সর্বোচ্চ আদালতের কাছে পুনর্বিবেচনার আবেদন জানায়। বিরোধীদের অভিযোগ, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ইডি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করছে। বিশেষ করে বিরোধী নেতাদের বিরুদ্ধে অতিসক্রিয় ভূমিকা পালন করছে ইডি। এমনকী, গ্রেফতারের সময় ইডি (ED Powers) ইসিআইআর-এর অনুলিপি অভিযুক্ত বা অভিযুক্তের আইনজীবীকে দিচ্ছে না।
আরও পড়ুন: কেন্দ্র অসহযোগিতা করছে, বলল কোর্ট
ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট প্রদান না করা-সহ প্রাথমিকভাবে দুটি বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন আছে। ইসিআইআর হল এফআইআরের সমতুল।