কেন্দ্র অসহযোগিতা করছে, বলল কোর্ট

Must read

নয়াদিল্লি : ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাসের অপব্যবহার নিয়ে করা মামলায় (Pegasus Case) কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, শীর্ষ আদালতে গঠিত অনুসন্ধান কমিটির সঙ্গে সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন অনুসন্ধান কমিটির রিপোর্ট উল্লেখ করে একথা জানান প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana)। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে গঠিত কমিটি এবছরের জুলাই মাসে আদালতে রিপোর্ট জমা দিয়েছিল। তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন পরীক্ষা করার পর প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলির বেঞ্চ উল্লেখ করেছে, পরীক্ষা করা ২৯টি মোবাইল ফোনের মধ্যে ৫টিতে কিছু ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। কিন্তু সেগুলি সাইবার অপব্যবহার সম্পর্কিত। শীর্ষ আদালতের মন্তব্য, বিশেষজ্ঞ কমিটিকে নজরদারি সম্পর্কে উদ্বিগ্ন ২৯টি ফোন দেওয়া হয়েছিল। ৫টি ফোনে কিছু ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, যদিও টেকনিক্যাল কমিটি জানিয়েছে তা পেগাসাস বলা যাবে না। উল্লেখ্য, পেগাসাস (Pegasus Case) নজরদারির তদন্তে গঠিত বিশেষজ্ঞ কমিটিতে আছেন অলোক জোশী, ড. সুন্দীপ ওবেরয় প্রমুখ। বৃহস্পতিবার আদালত মন্তব্য করেছে, প্রযুক্তিগত কমিটি বলেছে ভারত সরকার তাদের সাহায্য করেনি। আদালত ইঙ্গিত দিয়েছে, মামলাটি কীভাবে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনা করা হবে। আপাতত মামলার বিষয়টি চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের

Latest article