টি-২০ বিশ্বকাপ: দাঁড়িয়েও দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ

Must read

দুবাই, ২৫ অগাস্ট : এখন যদি কেউ অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান (India- Pakistan T20 World Cup) ম্যাচের টিকিট কাটেন তাঁকে দাঁড়িয়ে খেলা দেখতে হবে। হাতে গোনা যে সংখ্যক টিকিট পড়ে রয়েছে, সেগুলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) স্ট্যান্ডিং রুমের টিকিট। আগামী ২৩ অক্টোবর রয়েছে রোহিত শর্মা ও বাবর আজমদের দ্বৈরথ। তার জন্য আরও কিছু মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে বৃহস্পতিবার ছাড়া হল স্ট্যান্ডিং রুমের চার হাজার টিকিট। যার দাম ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকার মতো। সেই টিকিট কাটলে দাঁড়িয়েই ভারত-পাক মহারণ দেখার সুযোগ মিলবে। ফলে মেগা ম্যাচে ৯০ হাজার আসনের এমসিজি থাকছে হাউসফুল।

আরও পড়ুন: সুপার সিক্সের পথে ডায়মন্ড হারবার

গত ফেব্রুয়ারি মাসেই সাধারণের জন্য বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের (India- Pakistan T20 World Cup) টিকিট অনলাইনে মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আরও মানুষকে মেগা ম্যাচে খেলা দেখার সুযোগ করে দিতেই আইসিসি-র এই উদ্যোগ। আইসিসি-র এক কর্তা বলেন, ‘‘আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব মানুষকে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসি-র প্যাকেজে থাকা কিছু টিকিটও ছাড়া হবে। যাঁরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এবার খেলা দেখার সুযোগ রয়েছে।’’
স্বভাবতই ফ্যানেদের জন্য বেশ বড় সুযোগ এটা। এতে আরও অনেক বেশি লোক বিশ্বকাপের মেগা ম্যাচ দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন: রক্তাক্ত ইউক্রেন স্বাধীনতা দিবসে রেল স্টেশনে রুশ হামলা, মৃত অন্তত ২৫

Latest article