প্রতিবেদন : ধর্মসংসদের নামে বিভাজনকমূলক উস্কানি নিয়ে এবার বিজেপি সরকারের (BJP Government) জবাব তলব করল শীর্ষ আদালত (Supreme Court)। গত মাসে উত্তরাখণ্ডের (Uttarakhand) হরিদ্বারে তথাকথিত এক ধর্মসংসদের আয়োজন করা হয়েছিল। ওই ধর্মসংসদ থেকেই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চরম উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সাংবাদিক কুরবান আলি এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ এই মামলাটি দায়ের করেন। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামান্নার বেঞ্চে মামলাটির শুনানি হয়।
আরও পড়ুন: জেরবার ট্রাম্প
এদিনের শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে একটি নোটিস জারি করেছে। এদিন দুই আবেদনকারীর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, হরিদ্বারের ধর্মসংসদে যা ঘটেছিল তা ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে কখনওই মেনে নেওয়া যায় না। তাই শুধু উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government) নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও এই বিষয়ে নোটিস জারি করা উচিত। মামলাকারীর দাবি, যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের ধর্মসভা হতে চলেছে। এরপরই শীর্ষ আদালতের (Supreme Court) ডিভিশন বেঞ্চ উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে নোটিস জারি করে জানতে চেয়েছে কেন এই বিভাজনমূলক মন্তব্য? দেশের অন্যত্র যাতে এধনের বিভাজনের বৈঠক না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে আর্জি জানাতে মামলাকারীদের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।