তথ্যচিত্রে নিষেধাজ্ঞা কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

বিবিসির তথ্যচিত্রের উপর কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মোদি সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : বিবিসির তথ্যচিত্রের উপর কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মোদি সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত মূল রেকর্ডগুলি শুনানির পরবর্তী দিনে উপস্থাপন করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যবসা করছে আদানি গোষ্ঠী

বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ যৌথভাবে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি আইনজীবী এম এল শর্মা আরও একটি পিটিশন দায়ের করেন। দুটি মামলার একত্রে শুনানি হয়। এদিনের শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ মোদি সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। বিবিসির তথ্যচিত্র কেন নিষিদ্ধ করা হয়েছে, হলফনামা দিয়ে তা জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে মোদি সরকারকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তির কপি এবং সেটি জারি করার কারণ আদালতে পেশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে এপ্রিল মাসে।

আরও পড়ুন-আদানি গোষ্ঠীর কারচুপিতে মার্কিন বাজারে নামল ধস

তবে সর্বোচ্চ আদালত এদিন তথ্যচিত্রে নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত তা বহাল থাকছে। ২০০২ সালে গুজরাতে দাঙ্গা, হিংসা এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক চরম আকার নিয়েছে। ঘটনার জেরে ওই ব্রিটিশ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলাও হয়েছে। যেহেতু ওই তথ্যচিত্রে গুজরাত দাঙ্গার পিছনে বিজেপি ও নরেন্দ্র মোদির ন্যক্কারজনক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে, তাই বিষয়টি ধামাচাপা দিতেই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপি সরকার। কিছুদিন আগেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক বিবিসির তথ্যচিত্রের লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করেছিল। পাশাপাশি, আইটি রুল ২০২১-এর জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৫০টি ট্যুইট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

Latest article