নয়াদিল্লি : তাজমহলের আসল ইতিহাস জানতে বন্ধ কক্ষ খোলা প্রয়োজন। এমনই আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, প্রচার পাওয়ার জন্যই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এই আবেদন খারিজ করে কোনও ভুল করেননি। বিচারপতি এম আর শাহ ও বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ এদিন আবেদনটি খারিজ করে দেয়।
আরও পড়ুন-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট সংস্থা বিসিসিআইকে রাজনীতির বাইরে রাখল না বিজেপি
রজনীশ সিং নামে এক ব্যক্তি তাজমহলের বেসমেন্টের ঘরগুলি খুলে সত্য ঘটনা প্রকাশ করার আর্জি জানিয়েছিলেন। রজনীশ নিজেকে বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ বলে দাবি করেন। দায়ের করা পিটিশনে বিখ্যাত তাজমহলের ইতিহাস জানতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। কিন্তু এদিন সেই আবেদন সরাসরি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন-কথা রাখল পর্ষদ, শুরু ইন্টারভিউ, আবেদনও
উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট আগেই রজনীশ সিংয়ের করা তাজমহলের ২২টি কক্ষ খোলার আবেদন খারিজ করেছিল। এলাহাবাদ হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রজনীশ। ওই বিজেপি নেতা তাঁর আবেদনে বলেন, মুঘল সম্রাট শাহজাহান যে তাঁর স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শীর্ষ আদালতের এদিনের রায়ের পর অনেকেই মনে করছেন, এই নির্দেশ আদতে বিজেপিকে একটি বড় ধাক্কা।