অস্ত্র-সহ আত্মসমর্পণ সস্ত্রীক কেএলও জঙ্গির

তাঁর ডাকে সাড়া দিয়েই বৃহস্পতিবার কলকাতায় ভবানীভবনে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও-র সাধারণ সম্পাদক কৈলাস কোচ।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে জীবনের মূলস্রোতে ফিরতে চান কেলও জঙ্গিরা। জল জঙ্গলের কঠিন জীবন ছেড়ে তাঁরা চান সুস্থ, সামাজিক জীবন। আত্মসমর্পণ করে তাঁরা জীবনের মূলস্রোতে ফিরলে রাজ্য সরকার তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণকারীদের জন্য একাধিক প্যাকেজও ঘোষণা করেছেন।

আরও পড়ুন-সবজিবিক্রেতার মেধাবী পুত্রের স্বপ্নপূরণে বিধায়ক

তাঁর ডাকে সাড়া দিয়েই বৃহস্পতিবার কলকাতায় ভবানীভবনে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও-র সাধারণ সম্পাদক কৈলাস কোচ। পাশে তাঁদের শিশুকন্যাকে নিয়ে ছিলেন স্ত্রী স্বপ্না কোচ। আত্মসমর্পণের পর কৈলাস বলেন, ‘খুব শীঘ্রই কেএলও-র আরও কয়েকজন সদস্য আত্মসমর্পণ করবেন। তাঁদের ছবিও আপনাদের সামনে পেশ করব।’ কেলও সদস্যদের মধ্যে আত্মসমর্পণ করতে ইচ্ছুক সদস্যরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে তাঁদের ছবি পাঠিয়েছেন। তাঁদের কথাই এদিন জানিয়েছেন কৈলাস। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে একাধিক মাওবাদী আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরছেন। স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছেন তাঁরা। হয়েছে উন্নয়নও।

Latest article