বিশ্ববাজারে তেলের দাম কমলেও কমাচ্ছে না কেন্দ্র

সেস এবং সারচার্জের ভাগ যাতে রাজ্যগুলি পায়, সেজন্য সংবিধান সংশোধনের দাবি করা হলেও কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না।

Must read

নয়াদিল্লি : বিশ্ব বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম এই মুহূর্তে ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে। কিন্তু তার পরেও ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমার কোন লক্ষণই নেই। গত তিন মাসের মধ্যে এই প্রথম ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। অথচ প্রায় আড়াই মাস ধরে দেশে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রোল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।

আরও পড়ুন-অস্ত্র-সহ আত্মসমর্পণ সস্ত্রীক কেএলও জঙ্গির

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার নিজেদের মুনাফা বাড়াতে সাধারণ মানুষের কাঁধে কষ্টের বোঝা চাপিয়ে নিজেরা বহাল তবিয়তে রয়েছে। বাজারে সমস্ত জিনিসের দাম আগুন হয়ে গিয়েছে। যখন বিশ্ব বাজারে দাম বাড়ে ক্রুড অয়েলের তখন যদি দেশে তেলের দাম বাড়ানো হয়, তাও খানিকটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন বিশ্বের বাজারে ক্রমাগত অপরিশোধিত তেলের দাম নিম্নগামী তখনও কেন্দ্রীয় সরকারের তেলের দাম কমাচ্ছে না। তিনি বলেন, এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেস এবং সারচার্জ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে দেয় না। সেস এবং সারচার্জের ভাগ যাতে রাজ্যগুলি পায়, সেজন্য সংবিধান সংশোধনের দাবি করা হলেও কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না।

Latest article