কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করুক বিজেপি, দাবি তুলে ৭৫ ঘণ্টা ধরনা কৃষকদের 

রাকেশ টিকাইত, দর্শন পাল এবং যোগীন্দর সিং উগ্রাহানের মতো সিনিয়র কৃষক নেতারা এই তিন দিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Must read

নয়াদিল্লি : বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি মান্ডিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কৃষকদের ৭৫ ঘণ্টার মহা বিক্ষোভ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের প্রায় ২০ হাজার কৃষক শামিল হয়েছেন এই মহা বিক্ষোভে। সম্মিলিত কিসান মোর্চা লখিমপুর খেরির খুনের মামলায় বিচার চাইতে প্রতিবাদের ডাক দিয়েছে।

আরও পড়ুন-বিশ্ববাজারে তেলের দাম কমলেও কমাচ্ছে না কেন্দ্র

ভারতী কিসান ইউনিয়ন (দোয়াবা) সভাপতি মনজিৎ সিং রাই বলেছেন, পাঞ্জাবের ১০ হাজার কৃষক বিক্ষোভে অংশ নিচ্ছেন। বুধবার থেকে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন কৃষকরা। কেউ কেউ ট্রেনে, আবার কেউ নিজের গাড়িতে করে পৌঁছেছেন লখিমপুর খেরিতে। কৃষকদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করতে হবে। তাঁর ছেলে আশিস গত বছরের অক্টোবরে লখিমপুর খেরিতে চার কৃষক-সহ আটজন নিহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত। বিক্ষোভকারী কৃষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বছরব্যাপী প্রতিবাদ চলাকালীন কৃষকদের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা প্রত্যাহার করা।

আরও পড়ুন-অস্ত্র-সহ আত্মসমর্পণ সস্ত্রীক কেএলও জঙ্গির

উপরন্তু প্রতিবাদের সময় নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবির পাশাপাশি ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি, কেন্দ্রের জনবিরোধী বিদ্যুৎ বিল, ২০২২ প্রত্যাহারের করার দাবিও জানিয়েছেন কৃষকরা। রাকেশ টিকাইত, দর্শন পাল এবং যোগীন্দর সিং উগ্রাহানের মতো সিনিয়র কৃষক নেতারা এই তিন দিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Latest article