পঞ্চাশ করেও দ্রাবিড়ের মন পেলেন না সূর্যকুমার

Must read

কলম্বো: একদিনের সিরিজ জয়ের পর, টি-২০ সিরিজের প্রথম ম্যাচও জিতে নিয়েছে রাহুল দ্রাবিড়ের ভারত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের ৩৮ রানে জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেন সূর্যকুমার যাদব। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার তিন উইকেট শিকার করে ম্যাচের সেরা হলেও, মাত্র ৩৪ বলে ৫০ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন সূর্য।

আরও পড়ুন-ব্যর্থ মণিকা-সুতীর্থা, এগোলেন শরথ কমল

তবে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েও কোচ দ্রাবিড়ের মন জয় করতে ব্যর্থ সূর্য। বরং ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করার পর যে ভাবে সূর্য নিজের উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়েছেন, তাতে রীতিমতো বিরক্ত দ্রাবিড়।
মাত্র ৩৩ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই ছয় মারতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন সূর্য। সেই সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে ডাগআউটে বসা দ্রাবিড়কে বিরক্তি প্রকাশ করতে। এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, সূর্যর আউট হওয়ার ধরণ নিয়ে তিনি যে প্রচণ্ড বিরক্ত, তা দ্রাবিড়ের শরীরী ভাষাতেই ধরা পড়েছে।

এদিকে, কোচের মন না পেলেও, অধিনায়ক শিখর ধাওয়ানকে পাশে পেয়েছেন সূর্যকুমার। ইনিংসের প্রথম বলেই পৃথ্বী শ আউট হওয়ার পর, তিন নম্বরে ব্যাট করতে নামা সঞ্জু স্যামসনও (২০ বলে ২৭ রান) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফলে ৫১ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ওই পরিস্থিতেত তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন ধাওয়ান-সূর্যকুমার জুটি। ধাওয়ান নিজে আউট হন ৩৬ বলে ৪৬ রান করে।
ম্যাচের পর সূর্যর উচ্ছ্বসিত প্রশংসা করে ধাওয়ান বলেন, ‘‘সূর্য দারুণ ক্রিকেটার। ওর ব্যাটিং উইকেটের অন্যপ্রান্ত থেকে দারুণ উপভোগ করছিলাম। সত্যি কথা বলতে কী, ও এতটাই দাপটের সঙ্গে ব্যাট করেছে যে আমার ওপর চাপটাই কমে গিয়েছিল।’’

আরও পড়ুন-দুটি ডোজ নিলেও কোভিড ডেল্টা থেকে মুক্তি নেই!

দলের জয় নিয়ে খুশি হলেও, ধাওয়ান মনে করছেন, স্কোরবোর্ডে আরও ১০-১৫ রান যোগ করা উচিত ছিল। তিনি আরও বলেন, ‘‘স্কোরবোর্ডে রান কিছুটা কম উঠলেও, স্পিনারদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। ভুবিও দারুণ বল করেছে।’’

Latest article