কেন্দ্র কত টিকা পাঠিয়েছে, জানতে চায় হাইকোর্ট

Must read

কেন্দ্র কত টিকা রাজ্যে পাঠিয়েছে বাংলায়, তা জানতে চায় হাইকোর্ট৷ একইসঙ্গে জানতে চায়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুযায়ী টিকা সরবরাহ করছে কি না কেন্দ্র৷

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে বিচার চাইল কলকাতা হাইকোর্ট

সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই তথ্য চেয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের কাছে ৷ পাশাপাশি হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ২টি ডোজ নেওয়ার পরও রাজ্যে কতজন করোনা আক্রান্ত হয়েছেন৷ এ ছাড়াও সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, রাজ্যের তরফে প্রবীনদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হয়েছে কিনা? উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, বেশিরভাগ অ্যাপার্টমেন্ট ও বৃদ্ধাশ্রমে টিকাকরণ হয়েছে৷

আরও পড়ুন-বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

ফের আদালত জানতে চায়, যারা করোনা মারা যাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করছে রাজ্য৷ আদালতের প্রশ্নগুলির উত্তর রাজ্য ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আগামী ৫ আগস্টের মধ্যে জানাতে হবে৷ এই মামলার
পরবর্তী শুনানি ৫ আগস্ট৷

Latest article