গোয়ায় নতুন দায়িত্বে সুস্মিতা-সৌরভ

Must read

ফেব্রুয়ারিতেই গোয়ায় (Goa) ভোট। তার আগে সংগঠন শক্তিশালী করার কাজে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ইতিমধ্যেই অন্য দলের একের পর এক শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন। গোয়া (Goa) জুড়ে জনসংযোগ কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের। তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে গোয়া তৃণমূল কংগ্রেসের কো-ইন-চার্জ (Co-In-Charge) করা হল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক ডাঃ সৌরভ চক্রবর্তীকে (Sourav Chakraborty)। ইতিমধ্যেই সুস্মিতা দেব দায়িত্ব নিয়ে ত্রিপুরায় (Tripura) কাজ করছেন। গোয়ার দায়িত্ব তাঁর নতুন সংযোজন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার এই দায়িত্বের কথা জানিয়েছেন।

আরও পড়ুন-বাংলা আবার দেশের সেরা

Latest article