সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি গ্রেফতার বেঙ্গালুরুতে

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকজনকে প্রভাবিত করে আল-কায়দায় যোগ দেওয়াত সে। এরপরই শনিবার সকালে তল্লাশি অভিযান চালায় এনআইএ

Must read

প্রতিবেদন : বিজেপির শাসিত কর্নাটকের বেঙ্গালুরু থেকে এক সন্দেহভাজন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। সন্দেহভাজন ওই জঙ্গির নাম আরিফ। এই যুবক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শনিবার সকালেই তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর মেলে, বেঙ্গালুরুতে এক আল-কায়দা সদস্য আত্মগোপন করে আছে।

আরও পড়ুন-কয়েক কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস নিচ্ছে ধনকুবের পরিবার

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকজনকে প্রভাবিত করে আল-কায়দায় যোগ দেওয়াত সে। এরপরই শনিবার সকালে তল্লাশি অভিযান চালায় এনআইএ। গ্রেফতার হয় আরিফ। এনআইএর পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফের পরিকল্পনা ছিল ইরানে পালিয়ে যাওয়ার। সেখান থেকে আফগানিস্তানে গিয়ে সে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীতে যোগ দিত। কিন্তু তার সেই পরিকল্পনা বানচাল হয়ে গিয়েছে। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ এবং বেশ কিছু গ্যাজেট উদ্ধার করেছে এনআইএ। শনিবার বেঙ্গালুরুর পাশাপাশি বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুম্বইয়েও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা।

Latest article