কয়েক কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস নিচ্ছে ধনকুবের পরিবার

পরিবারের কর্তা পীযূষ কান্তি ছাড়াও তাঁর স্ত্রী পূরবীবেন, ছেলে মেঘকুমার এবং এক ভাইপো নিকুঞ্জ একইসঙ্গে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চলেছেন

Must read

প্রতিবেদন : গুজরাতের ভুজের ভাগাড়া এলাকার অজরামা এলাকার বাসিন্দা পীযূষ কান্তিলাল মেহতা। পেশায় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভুজে জামাকাপড়ের পাইকারি ব্যবসা রয়েছে তাঁর। বার্ষিক প্রায় বেশ কয়েক কোটি টাকার ব্যবসা করেন তিনি। কিন্তু এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবকিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন-কলেজিয়াম ব্যবস্থায় বদল নিষ্প্রয়োজন, মত দেশের প্রাক্তন প্রধান বিচারপতির

পরিবারের কর্তা পীযূষ কান্তি ছাড়াও তাঁর স্ত্রী পূরবীবেন, ছেলে মেঘকুমার এবং এক ভাইপো নিকুঞ্জ একইসঙ্গে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চলেছেন। তাঁরা জৈন ধর্মাবলম্বী। জৈনদের শ্বেতাম্বর সম্প্রদায়ের শ্রীকোটি স্থানকবাসী জৈন সংঘের তত্ত্বাবধানে তাঁরা দীক্ষা নেবেন। দীক্ষা বা সন্ন্যাস গ্রহণ উপলক্ষে হবে জমকালো অনুষ্ঠানও। নিয়ম অনুযায়ী সন্ন্যাস গ্রহণের আগে পরিবারের সব সম্পত্তি দান করে দিতে হয়। সন্ন্যাস গ্রহণ করার আগে তাঁরা সব ধন-সম্পত্তি দান করে দিয়েছেন। এই ধনপতি পরিবারের সন্ন্যাস গ্রহণ পর্বের সাক্ষী থাকতে দূর-দূরান্ত থেকে আসছেন বহু জৈন সাধু এবং পুণ্যার্থী। এখনও পর্যন্ত সুরাত, আমেদাবাদ, মুম্বই, সৌরাষ্ট্রের মতো বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন সাধু এসে উপস্থিত হয়েছেন। জানা গিয়েছে, পূরবীবেনের মনে প্রথমে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জাগে। তারপরেই তাঁর স্বামী, ছেলে ও আর এক ভাইপো সন্ন্যাস গ্রহণে রাজি হন।

Latest article