স্বাস্থ্যসাথী প্রকল্প প্রাণ বাঁচাল ছোট্ট শিবমের

Must read

সরস্বতী দে, শিলিগুড়ি :  শিলিগুড়ির দশরথ পল্লির ভাড়াবাড়িতে এক বছরের ছোট্ট শিবমকে নিয়ে থাকেন তার মা। বাবা জয়ন্ত বর্মন বালুরঘাটে কাপড়ের দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালান। শিবমের মা জানান, জন্মের পর থেকেই শিবমের হার্টে একটা ফুটো ছিল। যার জন্য সে মাঝে মাঝেই ভীষণ অসুস্থ হয়ে পড়ত, সারা শরীর নীল হয়ে অজ্ঞান হয়ে যেত। তাকে নিয়ে কলকাতা পর্যন্ত গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। কারণ, চিকিত্সা বাবদ ৫ লক্ষ টাকা জোগাড় করা তাঁদের পক্ষে দুঃসাধ্য ছিল। জানতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থা দশরথ পল্লি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পাশে দাঁড়ায়। প্রথমেই মুখ্যমন্ত্রীর প্রকল্পে পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করানো হয়। তারপর স্থানীয় হার্ট স্পেশালিস্টদের পরামর্শে ও পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের সহযোগিতায় দুর্গাপুরে শুরু হয় শিশুটির চিকিত্সা। চিকিত্সার সম্পূর্ণ খরচ মেটানো হয স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই। শুধু যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ ১ লক্ষ টাকার মতো দিয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বর্তমানে সম্পূর্ণ সুস্থ্ শিবম। সংগঠনের সভাপতি উত্তম ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পের জন্যই বাচ্চাটি প্রাণ ফিরে পেল। আমরা সহযোগিতা করেছি, তবে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে চিকিত্সার ৫ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব ছিল। এজন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। শিবমের মা বলেন, এই সংগঠন ও মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আমার বাচ্চার প্রাণ বাঁচাল। মুখ্যমন্ত্রী ও এই যুবকদের ঋণ আমি কোনওদিন শোধ করতে পারব না।

Latest article