তৃণমূলের মিশন ত্রিপুরা

Must read

আগরতলা : এবার ব্রাত্য বসু এবং সুস্মিতা দেবকে সামনে রেখে শুরু হল তৃণমূলের মিশন ত্রিপুরা। দু’জনেই বুধবার ত্রিপুরা পৌঁছেছেন। এদিন দুপুরে ত্রিপুরায় নেমেই ব্রাত্য বসু বলেন, ‘‘ত্রিপুরায় খেলা সবে শুরু হয়েছে। এখনও অনেক খেলা বাকি। রাজনৈতিকভাবে ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে। বিজেপিতে অনেক ভাল ভাল নেতা আছেন৷ তাঁরা মনোকষ্টে রয়েছেন। ত্রিপুরার মানুষ চাইছেন বাংলার সব জনমুখী প্রকল্পগুলি এখানেও চালু হোক। তাই তাঁরাও চান ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ডসেটার। তিনি জানেন মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়।’’

আরও পড়ুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

এদিন শিলচর থেকে ট্রেনে বিকেলে আগরতলা পৌঁছন সুস্মিতা দেব। ত্রিপুরায় পা রেখেই বিজেপিকে একহাত নেন সুস্মিতা। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়েই এখানে আমরা সরকার গড়ব। এদিন সন্ধ্যায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সুস্মিতা দেব, সাংসদ প্রতিমা মণ্ডল, সুজাতা মণ্ডল, সুবল ভৌমিক, আশিসলাল সিং–সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কর্মী মুজিবর ইসলাম মজুমদার বিজেপির বর্বরোচিত আক্রান্তের শিকার হয়েছিলেন৷ এদিন মুজিবরের বাড়িতেও যান তৃণমূল নেতৃবৃন্দ। ভয় নেই, দল পাশে আছে বলে মুজিবরকে আশ্বাস দেন তাঁরা৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বাড়তেই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই। বুধবারও সেই ধারা অব্যাহত রেখে প্রায় ১১৪ জন যোগ দেন তৃণমূলে। এদিন আগরতলা–সহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে নেতা–কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে তাঁর বাসভবনের অস্থায়ী দলীয় কার্যালয়ে এই যোগদান হয়েছে। একমাসেরও বেশি সময় ধরে প্রায় প্রত্যেকদিনই এই যোগদান পর্ব চলছে।
আজ সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সুস্মিতা দেব তাঁর কর্মসূচি শুরু করবেন৷ দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে৷ চাকরিহারা শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷ পরে সাংবাদিক সম্মেলন রয়েছে৷ একাধিক কর্মসূচিতে থাকবেন ব্রাত্য বসুও৷

 

 

Latest article