শুরু টি-২০ বিশ্বকাপ, বাংলাদেশকে হারানোর হুমকি দিল স্কটল্যান্ড

Must read

আল আমিরা, ১৬ অক্টোবর : রবিবার টি-২০ বিশ্বকাপের বোধন। তবে গ্রুপ লিগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। সুপার টুয়েলভে বাকি চারটি জায়গার জন্য লড়াইয়ে আটটি দল। রবিবার উদ্বোধনী দিনে জোড়া ম্যাচ। ওমানের আল আমিরাতে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। শাকিবরা বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার দৌড়ে ফেভারিট। অন্য ম্যাচে আয়োজক ওমান খেলবে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে।

আরও পড়ুন-দু’বছরের চুক্তিতে বিরাটদের কোচ দ্রাবিড়

র‍্যাংঙ্কিংয়ে পিছিয়ে থাকায় যোগ্যতা অর্জন পর্বে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকেও। তারাও সুপার ১২-র দৌড়ে অন্যতম ফেভারিট।
রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট বাংলাদেশ। শাকিব আল হাসান আইপিএল ফাইনাল খেলে উঠেই শনিবার বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন। অধিনায়ক মামুদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ আগ্রাসী ক্রিকেট খেলতে প্রস্তুত। তবে টি-২০ বিশ্বকাপে শাকিবদের দেশের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। তবে এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে টি-২০’তে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাই যোগ্যতা অর্জন পর্বে ভাল খেলে সবার আগে সুপার টুভেলভের টিকিট নিশ্চিত করতে চায় মামুদুল্লাহর দল।

তবে বাংলাদেশকে বাড়তি সমীহ করছে না স্কটল্যান্ড। তাদের কোচ শ্যেন বার্জার বলছেন, ‘‘আমরা নিজেদের সেরাটা দিতে পারলে সব দলকেই সমস্যায় ফেলতে পারব। এই ফরম্যাটে সবকিছুই সম্ভব। গ্রুপ ম্যাচগুলিতে বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের থেকে বেশি উপরে দেখি না।’’

Latest article