দু’বছরের চুক্তিতে বিরাটদের কোচ দ্রাবিড়

Must read

মুম্বই, ১৬ অক্টোবর : ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে বিরাট কোহলিদের হেডস্যর হতে চলেছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপের পরই দায়িত্ব নিচ্ছেন। কারণ, কোচের পদে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তিনি যে আর থাকবেন না, তা আগেই জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-মোড় ঘুরিয়েছে ভেঙ্কটেশ, দাবি ম্যাকালামের

শুধু দেশের মাটিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নয়। দ্রাবিড়ের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত দু’ বছরের চুক্তি করা হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর। জানা গিয়েছে, শুক্রবার রাতে দুবাইয়ে বসেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা এনসিএ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপের পরই বিরাট-রোহিতদের কোচের দায়িত্ব নেবেন ভারতীয় বোর্ডের অন্যতম এক শীর্ষ কর্তা মারফত জানা গিয়েছে, দ্রাবিড় ইতিমধ্যেই কোহলিদের কোচ হওয়ার জন্য সম্মতি দিয়েছেন। খুব তাড়াতাড়ি এনসিএ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেবেন দ্রাবিড়। তাঁকে ২০২৩ সাল পর্যন্ত সিনিয়র ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি, ভরত অরুণের জায়গায় বোলিং কোচ হিসেবে পরশ মামরের নির্বাচনও পাকা।

আরও পড়ুন-আইপিএল প্রাপ্য ছিল কেকেআরের, ট্রফি জিতে ধোনি

যদিও আনুষ্ঠানিকভাবে এখনই ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হবে না। কারণ, কোচ নিয়োগ হবে নির্দিষ্ট পদ্ধতি মেনে। এক সিনিয়র বোর্ড কর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। তারপর আবেদনকারীদের নামের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ইন্টারভিউ নেওয়া হবে। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে কোচ নির্বাচন প্রক্রিয়া শেষ না হলে অন্তর্বর্তী কোচ হিসেবে থাকবেন দ্রাবিড়।

Latest article