সংবাদদাতা, মালদহ : মালদহের (Maldah, Harishchandrapur) হরিশ্চন্দ্রপুর। বাম জমনায় এখানে উন্নয়ন কাকে বলে মানুষ বুঝতেই পারতেন না। নির্বাচন এলে এখানকার মানুষের হাজারো প্রতিশ্রুতি মিলত। তারপরই ভোকাট্টা। একদিকে নদীভাঙন, অপরদিকে যোগযোগ ব্যবস্থার উন্নতি না হওয়া-কার্যত বাংলা থেকেও এ যেন পিছিয়ে পড়া এক জনপথ ছিল। পরিবর্তনের সরকার এই এলাকার উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা নিয়েছে, রাস্তা, বিদ্যুৎ, পরিস্রুত পানীয় জল পর্যয়ক্রমে পৌঁছছে। সেই এলাকার উন্নয়নের গতি আরও বাড়িয়ে তুলতে এবার হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে মন্ত্রী হলেন তাজমুল হোসেন (Tajmul Hossain)। ১৯৭৮ সালে রাজনৈতিক জীবন শুরু। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে পরপর পাঁচ বার পরাজিত হন। এরপর বিদ্যালয় পরিচালন কমিটির নির্বাচনে প্রথম জয়। ২০২১-এর নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ী হয়ে ২০২২ এ-রাজ্যের মন্ত্রী। তাজমুল হোসেন (Tajmul Hossain)। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক। ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী থেকে আজ রাজ্যের মন্ত্রী। সবসময় থেকেছেন মানুষের পাশে। তাজমুল হোসেন বলেন, ‘মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন তা পালন করব। মানুষের পাশে থেকে তাঁদের সুখ দুঃখ ভাগ করে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটব।’