KMC Election: দলীয় নির্দেশ অমান্য, করায় সচ্চিদানন্দ ও তনিমাকে দল থেকে বহিষ্কার

Must read

প্রতিবেদন : “ডোন্ট কেয়ার” মনোভাব। তাই  আনুষ্ঠানিকভাবে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে (Tanima Chatterjee) দল থেকে বহিষ্কার (Expulsion) করল তৃণমূল কংগ্রেস (TMC)।

দলের নির্দেশ অমান্য করে কলকাতা পুরসভা ভোটে (KMC Election) নির্দল (Independent) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার জন্যই প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় ও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে (Sachchidananda Banerjee) বহিষ্কার করা হয়েছে। প্রাথমিকভাবে হুঁশিয়ারি দেওয়ায় কাজ হয়নি, তাই শেষপর্যন্ত আজ, বুধবার দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার (Debasish Kumar)।

আরও পড়ুন : অসংখ্য যোগদান, হরিয়ানায় তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন

এদিন তনিমা ও সচ্চিদানন্দকে বহিষ্কারের ঘোষণা করে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার বলেন, “দলের নিয়ম, শৃঙ্খলা মেনে চলা সকলের কর্তব্য। আগেই তাঁদের বলা হয়েছিল দলীয় নির্দেশ মেনে অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার করুন। কিন্তু তাঁরা দলীয় নির্দেশ অমান্য করেছেন। তাই দল বিরোধী কাজের জন্য ওই দু’জনের নামে রাজ্য কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছিল। গত সোমবার রাজ্য কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল তাঁদের যেন বহিষ্কার করা হয়।”

প্রসঙ্গত, ৬৮ নম্বর ওয়ার্ডে প্রথমে তনিমা ভট্টাচার্যকে প্রার্থী করা হলেও পরে দলের নতুন সিদ্ধান্তে প্রার্থী করা হয় বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই। যিনি এই ওয়ার্ডেই পুরমাতা ছিলেন। অন্যদিকে, ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দল থেকে তাঁদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মেনে নেননি এই দুই প্রার্থী।

Latest article