Maldah: লক্ষ্য শিল্পস্থাপন ও কর্মসংস্থান

Must read

প্রতিবেদন : মালদহে এয়ারপোর্ট , পোল্ট্রি ফার্ম,হ শিল্পস্থাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্য শিল্পস্থাপন এবং কর্মসংস্থান বুধবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জেলার শিল্প উন্নয়নে প্রশাসনিক আধিকারিকদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : KMC Election: দলীয় নির্দেশ অমান্য, করায় সচ্চিদানন্দ ও তনিমাকে দল থেকে বহিষ্কার

একই সঙ্গে তিনি জানান, বাংলায় খুব দ্রুত বিমানবন্দর চালু করা হবে। এতে যেমন শিল্প স্থাপনে সুবিধা হবে, তেমনই যাতায়াতে দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি মালদহের দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এর পাশাপাশি, আইটিআই কলেজ তৈরি হবে মালদহে (Maldah) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি জানান, মালদহে 16 একর জমি নিয়ে তৈরি হবে পোল্ট্রি ফার্ম।

উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাগুলির মধ্যে সমন্বয় স্থাপন করতে সিনার্জি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরে ছটি জেলাকে নিয়ে দ্রুত সিনার্জি করতে হবে। এতে কোন জেলায়, কী প্রাকৃতিক সম্পদ আছে বা কীভাবে শিল্পস্থাপন করা যায় তা একত্রে আলোচনা করা যাবে। একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কেউ কেউ যদি উত্তরে বিনিয়োগ করতে চান, তাদের পক্ষেও সিনার্জির মাধ্যমে সেই পরিকল্পনা করা সহজ হবে বলে মন্তব্য করেন মমতা। এক কথায় কর্মসংস্থান ও বিনিয়োগে যে পাখির চোখ এদিনের প্রশাসনিক বৈঠক থেকে তার স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Latest article