বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে দায়িত্বে তাপস

দলের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। কর্মীদের আরও উদ্বুদ্ধ করতে হবে। দলের সমস্ত শক্তিকে সংহত করে তৃণমূলের জয়পতাকা তুলতে হবে

Must read

সংবাদদাতা, বালুরঘাট : দলের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। কর্মীদের আরও উদ্বুদ্ধ করতে হবে। দলের সমস্ত শক্তিকে সংহত করে তৃণমূলের জয়পতাকা তুলতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার ঘাসফুল শিবিরের সংগঠন দেখাশোনার দায়িত্ব পাওয়ার পর বললেন তৃণমূল নেতা তাপস রায়। জেলায় জেলায় সংগঠন মজবুত করতে কলকাতার একাধিক নেতাকে বিভিন্ন জেলার সংগঠন দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কাটোয়ায় ঘোষঠাকুরের মেলায় লাখো মানুষের ঢল

সেই সুবাদে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলকে চাঙ্গা করার দায়িত্ব পেয়েছেন প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়। কলকাতার বাইরে দলীয় সংগঠনের দায়িত্বগ্রহণ তাপসের ক্ষেত্রে নতুন নন। বছরের শুরুতেই দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে জুড়ে গেল উত্তরের প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় ঘাসফুল ফোটানো নিয়ে আত্মবিশ্বাসী তাপসের বক্তব্য, জেলায় সাংগঠনিক শ্রীবৃদ্ধি করতে, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে হবে। জনসংযোগ বাড়ানো, আরও বেশি করে মানুষের পাশে থাকার জন্য কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে। জনমুখী প্রকল্পগুলোর কথা মানুষের কাছে ভাল করে তুলে ধরতে হবে। পুরো দলটাকে সংঘবদ্ধ করে বিরোধী শক্তির সঙ্গে লড়লে সাফল্য আসবেই।

Latest article