প্রয়াত ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা

১৯৭৫ সালে বাংলার প্রথম রক ব্যান্ড তৈরী হয়। এই ব্যান্ডের গানগুলির জনপ্রিয়তা এখনো রয়েছে। গান না হারালেও হারিয়ে গিয়েছে শিল্পীরা।

Must read

বলা যায় ‘মহীনের ঘোড়াগুলি’র (Mohiner Ghoraguli) সব ঘোড়াই বিদায় নিয়েছেন অনেকদিন হল। শেষ ঘোড়া, তাপস দাস (Tapas Das) ওরফে ‘বাপিদা’ লড়াই চালিয়েছেন ক্যানসারের সঙ্গে। অবশেষে তিনি হার মানলেন। চলে গেলেন বাংলা সঙ্গীত জগতের সবার প্রিয় বাপিদা। ১৯৭৫ সালে বাংলার প্রথম রক ব্যান্ড তৈরী হয়। এই ব্যান্ডের গানগুলির জনপ্রিয়তা এখনো রয়েছে। গান না হারালেও হারিয়ে গিয়েছে শিল্পীরা। এবার চলে গেলেন তাঁদেরই অন্যতম তাপস দাস।

আরও পড়ুন-আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

লাং ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন তিনি। অর্থাভাব ছিল ভালোই তাই চিকিৎসা করাতে পারছিলেন না একটা সময়। এই দুরারোগ্য ব্যাধির বিপুল খরচ সামলাতে না পেরে একটা সময় তাঁর পরিবার হার মানে। তাঁর পাশে এসে দাঁড়ান এই সময়ের বেশ কয়েকটি বাংলা ব্যান্ডের গায়ক।কর্কট রোগ তাঁর বুকে থাবা বসালেও শেষদিন পর্যন্ত গান ছাড়েননি। কয়েক মাস আগে তিনি মঞ্চে উঠে গান গেয়েছেন। অসুস্থ অবস্থায় তিনি এই বছরের শুরুতে সঙ্গীত মেলায় ভালোবাসো গানটি গেয়ে দর্শকদের মন জয় করেন। বাকি শিল্পীদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়। এসএসকেএমে চলছিল তাঁর চিকিৎসা। তাঁর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বাপিদার মৃত্যুতে আমি মর্মাহত। ভারতের প্রথম রক ব্যান্ডের অংশ ছিলেন তিনি। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আমাদের সরকার তাঁর চিকিৎসার ব্যয়ভার নিয়েছিল। শিল্পীর স্ত্রী সুতপা ও তাঁর অনুরাগীদের জন্য আমার সমবেদনা রইল।’

আরও পড়ুন-গাড়ি ব্যবহারে ও বাইক মিছিলে নিষেধাজ্ঞা, নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের

তিনি চলে গেলেও থেকে গেল পৃথিবীটা নাকি, আমার প্রিয় ক্যাফে, তোমায় দিলাম, মানুষ চেনা দায়, তাকে তাড়াই যত দূরে, ভালোবাসি, ঘরে ফেরার গানের মতো মানুষের সর্বকালের প্রিয় গান।

 

Latest article