আদিপুরুষ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

আপত্তি উঠেছিল ছবির সংলাপ নিয়ে। ‘তেরে বুয়া কি বাগিচা’, ‘জ্বলেগি ভি তেরে বাপকি’-র মতো সংলাপ দর্শকের খুব সুখকর লাগে নি।

Must read

আদিপুরুষ (Adipurush) নিয়ে প্রতিদিনই চলছে নিত্য নতুন বিতর্ক। সমস্যায় পড়ছে নির্মাতাদের। দেশজুড়ে এই ছবি নিয়ে চলছে প্রতিবাদ আর তারই ছাপ পড়েছে সিনেমার আয়ে। শুক্রবার দেশের অনেক হলে পর্যাপ্ত পরিমাণে দর্শক না হওয়ার কারণে শো ক্যানসেল হয়েছে। একাধিক মামলাও দায়ের হয়েছে ছবির নামে।

আরও পড়ুন-গাড়ি ব্যবহারে ও বাইক মিছিলে নিষেধাজ্ঞা, নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের

দিল্লি, এলাহাবাদে আগেই হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে অভিযোগ জানানো হল। রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অকারণ যৌনতা আনার জন্য আদালতে গিয়েছেন আইনজীবী তন্ময় বসু। বিচারপতি টিএস শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে দাখিল হয়েছে এই মামলা। তন্ময়বাবু অভিযোগ করেন, মাতৃসম নারী চরিত্রদের এখানে ছোট পোশাকে দেখানো হয়েছে যা দৃশ্যত অশালীন।

আরও পড়ুন-প্রয়াত লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আপত্তি উঠেছিল ছবির সংলাপ নিয়ে। ‘তেরে বুয়া কি বাগিচা’, ‘জ্বলেগি ভি তেরে বাপকি’-র মতো সংলাপ দর্শকের খুব সুখকর লাগে নি। পরে সংলাপে বদল আনেন নির্মাতারা।

নেপালে আদিপুরুষ-এর স্ক্রিনিং নিষিদ্ধ হয়েছে। ছবিতে সীতাকে ভারত-কন্যা বলায় দেশের সরকার ক্ষোভ প্রকাশ করে। বলিউডের উপর থেকে ব্যান তোলা হলেও নেপালে বন্ধই রাখা হয়েছে আদিপুরুষ।

আরও পড়ুন-জাতীয়তাবাদী বঙ্কিম বঙ্কিমী জাতীয়তাবাদ

আদিপুরুষ প্রথমদিকে ভাল ব্যবসা করেছে, পরের দিকে এসে ব্যবসা ডুবেই গিয়েছে একপ্রকার। প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান অভিনীত সিনেমাটি সমস্ত ভাষায় দেশ থেকে আয় করেছে ২৬৩.১৫ কোটি। বিশ্বজুড়ে ৪০০ কোটি ছাড়িয়ে গিয়েছে আদিপুরুষ। জানা গিয়েছে ছবি তৈরির বাজেট ছিল ৫০০ কোটি।

Latest article