সংবাদদাতা, আলিপুরদুয়ার : ফিরছে স্বস্তি। জীবন-জীবিকা নিয়ে আর দুঃশ্চিন্তার প্রহর গুনতে হবে না চা-বাগানের শ্রমিকদের। একমাসের মধ্যেই মীমাংসা হয়ে যাবে বেতনের। ঠিক হয়ে যাবে ন্যূনতম মজুরি। ১ জানুয়ারি মধ্যেই চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। মালিক ও শ্রমিক দুই পক্ষের সম্মতিতেই সমস্যার সমাধান করা হবে। বুধবার চা-বাগানের ন্যূনতম মজুরি আ্যডভাইজার কমিটির সঙ্গে বৈঠক শেষে এমনই স্বস্তির কথা জানালেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। মাদারিহাট টুরিস্ট লজে মজুরি নিয়ে হয় দীর্ঘক্ষণ বৈঠক হয়। ছিলেন ইন্ডিয়ান টি আ্যসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা। শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনা করেন তাঁরা। এদিনের বৈঠকের পর শ্রমিক সংগঠনের প্রতিনিধি নকুল সোনার বলেন, ‘আমরা একটা প্রস্তাব রেখেছি। মালিকপক্ষকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।’ বৈঠক শেষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জিয়াউল আলম বলেন, ‘চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। উন্নয়নের সরকার শ্রমিকদের কথা ভেবেছে। একটা বড় সমস্যা মিটল। রাজ্য সরকারের ভূমিকায় আমরা খুশি।’